৬ কিলো ৭১২ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার পাঁচ
top of page

৬ কিলো ৭১২ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার পাঁচ

বাংলাদেশে পাচারের আগেই প্রচুর পরিমাণে সোনা উদ্ধারে সাফল্য পেল ডিআরআই-কাস্টমস। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।


জানা গেছে, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৬ কিলো ৭১২ গ্রাম সোনা। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৫ লক্ষ টাকা। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


ধৃতদের নাম অখিল মোড়াল, উত্তম কুমার, আশিস কুমার দত্ত, দিপেশ কুমার ঘোষ এবং অতুল দাস। ধৃতরা দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা। ডিআরআই কাস্টমসের স্পেশাল পিপি সুদীপ্ত গাঙ্গুলি জানান, মালদা হয়ে বাংলাদেশে সোনা পাচার করার ছক ছিল। ধৃতদের আজ আদালতে পেশ করা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page