এক বছরে মালদা ডিভিশনে রেলের আয় ১৭০০ কোটি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 5
- 1 min read
গত অর্থবর্ষে পূর্ব রেলের মালদা ডিভিশনে আয় হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা। এমন আয়ের পরিসংখ্যান সামনে আসার পরেই মালদা ডিভিশনে আরও কিছু নতুন ট্রেন চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গোটা বিষয়টি নিয়ে বেশ উৎসাহিত রেল দপ্তর।
পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার মনীশকুমার গুপ্তা জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে মালদা ডিভিশনের আয় হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা। লাভের অংকটাও যথেষ্ট ভালো। গত অর্থবর্ষে ১৩ হাজার ২৪৬ জন টিকিটহীন যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছে ৯১ লক্ষ ২৩ হাজার টাকা। মালদা ডিভিশনে রেলযাত্রীদের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ৷ বর্তমানে মালদা ডিভিশনে ১৫০ জোড়া ট্রেন চলাচল করে৷ আয়ের কথা চিন্তা করে এখানে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। ট্রেনের গতি বজায় রাখতে ইতিমধ্যে ৬০টি লেভেল ক্রশিং গেটের জায়গায় লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হয়েছে৷ আরও ২২টি লেভেল ক্রশিংয়ে দ্রুত কাজ করা হবে।

এদিকে, গত কয়েকদিন ধরে রেলের একটি নোটিশকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে শহর জুড়ে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, ডিআরএমের থেকে তিনি জানতে পেরেছেন ওই নোটিশটি জাল। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সেই নোটিশ কেউ বা কারা সেঁটে দিয়েছে।
এনিয়ে ডিআরএমের দাবি, রেলের তরফে এই নোটিশ জারি করা হয়নি৷ কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে৷ এলাকার প্রচুর মানুষও আমাকে গোটা ঘটনা জানিয়েছেন৷ এনিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments