top of page

অপরাধ দমনে মালদা ডিভিশনে চালু ফেসিয়াল রেকগনাইজেশন

অপরাধ দমনে পূর্ব রেলের মালদা ডিভিশনে চালু হচ্ছে ফেসিয়াল রেকগনাইজেশন সফটওয়্যার (এফআরএস)৷ ডেটাবেসে থাকা অপরাধীদের সিসি ক্যামেরায় দেখা গেলেই কনট্রোল রুমে পৌঁছবে অ্যালার্ট। এতে অপরাধের সংখ্যা অনেকটা কমবে বলে দাবি করছেন পূর্ব রেলের আরপিএফ আইজি তথা প্রিন্সিপ্যাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয়নন্দন সিনহা৷


আরপিএফ আইজি জানান, মালদা ডিভিশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলাম। অপরাধের প্রবণতা, দমনের ব্যবস্থা সহ সমস্ত কিছু রিভিউ করে দেখা হয়েছে৷ মালদা ডিভিশনের সমস্ত সিকিউরিটি ইন্সপেকটরের ব্যক্তিগত দক্ষতা খতিয়ে দেখা হয়েছে৷ চলতি বছরে এখনও পর্যন্ত ২৩টি ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২১টি ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে৷ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে রেল মদত অ্যাপ এখন অত্যন্ত জনপ্রিয়৷ এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা যে কোনও ধরণের অভিযোগ জানাতে পারবেন।


ree

আইজি আরও জানান, রেলে প্রযুক্তির দিকেও বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। আমরা সিসি ক্যামেরাগুলোকে আপগ্রেডেশন করছি। এখন ফেসিয়াল রেকগনাইজেশন সফটওয়্যার নিয়ে আসা হচ্ছে৷ এই প্রযুক্তি মালদা ডিভিশনেও চালু হচ্ছে৷ এই পদ্ধতিতে আরপিএফ কিংবা পুলিশের হাতে আগে ধরা পড়া অপরাধীদের ছবি আগে থেকেই ডেটাবেসে মজুত থাকবে। রেলের অধীনস্থ জায়গায় ওই অপরাধীদের দেখা গেলেই কন্ট্রোল রুমে অ্যালার্ট চলে আসবে৷ এতে ওই ব্যক্তির ওপর নজর রেখে অপরাধ করার আগেই তাকে ধরে ফেলা সম্ভব হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page