ট্র্যাফিক ফাইন দিতে আর ছুটতে হবে না ব্যাংকে
top of page

ট্র্যাফিক ফাইন দিতে আর ছুটতে হবে না ব্যাংকে

অবশেষে পিওএস সিস্টেমের ব্যবহার শুরু করল মালদা জেলা পুলিশ। এই সিস্টেম ব্যবহারের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সুবিধে হবে পুলিশকর্মীরদেরও।


আজ দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সাব ইনস্পেকটরদের এই সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডিএসপি ট্র্যাফিক বিপুল ব্যানার্জি, আইসি ট্র্যাফিক শান্তিনাথ পাঁজা, ট্রাফিক ওসি বিটুল পাল সহ অন্যান্যরা। বিপুলবাবু জানান, আপাতত জেলায় ৫০টি পিওএস মেশিন এসেছে। সেগুলি জেলার সমস্ত থানা এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে। আগে সাধারণ মানুষকে কমপাউন্ড স্লিপ নিয়ে ব্যাংকে জরিমানা জমা দিতে হত। এখন থেকে সাধারণ মানুষ ঘটনাস্থলেই এটিএম কার্ড কিংবা ইউপিআই ব্যবহার করে ট্রাফিক জরিমানা জমা দিতে পারবেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page