top of page

ডিএসএ ময়দানে শুরু হয়েছে জেলা অ্যাথলিট মিট

Updated: Mar 23, 2023

প্রথম দিনে মহিলা বিভাগে প্রায় ৩০০ জন প্রতিযোগী দৌড়, ডিসকাস থ্রো, হাইজাম্প, লংজাম্প, জাভলিন থ্রো, শর্ট পাট, তিরন্দাজি সহ ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করেন



মালদা জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুদিন ব্যাপী ৬৯ তম জেলা অ্যাথলিট মিট ২০১৮ আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল জেলা ক্রীড়া সংস্থার মাঠে। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দুনারায়ণ চৌধুরি। অনুষ্ঠানে জেলার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ জেলার বিশিষ্ট প্রাক্তন ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন। প্রথম দিনে মহিলা বিভাগে প্রায় ৩০০ জন প্রতিযোগী দৌড়, ডিসকাস থ্রো, হাইজাম্প, লংজাম্প, জাভলিন থ্রো, শর্ট পাট, তিরন্দাজি সহ ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্রীড়াবিদরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আগামীকাল রবিবার পুরুষ প্রতিযোগীরা সমপরিমাণ ইভেন্টে অংশগ্রহণ করবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page