top of page

শিক্ষক দিবসে শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জেলা প্রশাসনের

করোনা আবহে শিক্ষক দিবস পালন করল মালদা জেলা প্রশাসন। শনিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক দিবস পালন করা হয়।



করোনা আবহে বহুদিন ধরে বন্ধ রয়েছে স্কুলের পঠনপাঠন। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে জেলার ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা অনলাইনে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিয়েছিলেন সেই ৫৪ জন শিক্ষক-শিক্ষিকাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারী তিনজন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এদের মধ্যে দুইজন অক্রূরমণি করোনেশন উচ্চ বিদ্যালয়ের এবং একজন বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক অর্ণব চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা।




Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page