ফের করোনায় মৃত্যু, উদবিগ্ন জেলা স্বাস্থ্য দফতর
top of page

ফের করোনায় মৃত্যু, উদবিগ্ন জেলা স্বাস্থ্য দফতর

ফের করোনায় মৃত্যু এক মহিলার। এনিয়ে চলতি সপ্তাহে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। দিনের পর দিন করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর।


মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, নতুন করে জেলায় ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন কিছু পড়ুয়াও। তবে তাদের সামান্য উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রেখেই তাদের চিকিৎসা করা হচ্ছে। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গতকাল করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার বাড়ি বাগবাড়ি এলাকায়।



মালদা মেডিকেল কলেজের সুপার পূরঞ্জয় সাহা জানান, বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজন ভরতি রয়েছেন। জেলার বিভিন্ন ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যারা আক্রান্ত হচ্ছেন, তাঁদের হালকা জ্বর, একটু গা-হাত-পা ব্যথার উপসর্গ দেখা যাচ্ছে। মানুষ যদি সচেতন না হয়, তাহলে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page