top of page

মালদা কলেজ ছাত্র সংসদের উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব

মালদা কলেজের ছাত্র সংসদের পরিচালনায় এদিন বসন্ত উৎসব ২০১৯ অনুষ্ঠান আয়োজিত হয়। এই উৎসবে ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত হয়ে সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মালদার দুই লোকসভা কেন্দ্রের লোকসভার প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন ও মৌসম নূর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি গৌতম চক্রবর্তী, মালদা ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় এবং অন্যান্য অতিথিবৃন্দ।


মৌসমকে পাশে পেয়ে ছাত্রছাত্রীদের আবির খেলার সঙ্গে চলতে থাকে সেলফিও।

বসন্ত উৎসবের মধ্য দিয়েই ভোটের প্রচারে আরও একধাপ এগিয়ে গেল তৃণমূল। স্টুডেন্ট ভোটারদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন উত্তর মালদার প্রার্থী মৌসম। মৌসমকে পাশে পেয়ে ছাত্রছাত্রীদের আবির খেলার সঙ্গে চলতে থাকে সেলফিও। যদিও কলেজের বসন্ত উৎসবে শামিল হওয়াকে ভোটের প্রচার মানতে নারাজ তৃণমূলের দুই প্রার্থী।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page