সরকারি অনুদান পেয়ে চাঁদার অতিরিক্ত ফেরত দিচ্ছে উদ্যোক্তারা
top of page

সরকারি অনুদান পেয়ে চাঁদার অতিরিক্ত ফেরত দিচ্ছে উদ্যোক্তারা

পুজোয় সরকারি অনুদানের চেক হাতে পেয়েই অতিরিক্ত টাকা ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি। এমন ঘটনা মালদা শহরের চার্চপল্লি এলাকায়। পুজো উদ্যোক্তাদের দাবি, সরকারি অনুদান মেলায় চাঁদার টাকা বেঁচে যাচ্ছে। তাই অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পুজো উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


মালদা শহরের চার্চপল্লি এলাকার মহিলারা গত ১৬ বছর ধরে দুর্গাপুজো করছেন। প্রতিবছরই পুজোর আগে বাজেট তৈরি করে সেই হিসাবে বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করে পুজো করেন চার্চপল্লি দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যরা। গত দুবছর করোনা আবহে রাজ্য সরকারি সাহায্য মিলেছিল। তবে এবছর সেই সাহায্য মিলবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন সদস্যরা। তাই আগে থেকেই বাজেট করে চাঁদা সংগ্রহের কাজ শুরু করেছিলেন তাঁরা। অবশেষে রাজ্য সরকারের অনুদানের চেক হাতে পেতেই চাঁদার অতিরিক্ত টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।



পুজো কমিটির সদস্যরা জানান, মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে মানুষ খুব কষ্ট করেছে। এখনও বহু মানুষ সমস্যায় রয়েছেন। পুজোর সময় সকলের উৎসব আনন্দে সামিল হওয়ার ইচ্ছে থাকে। কিন্তু আর্থিক অনটনের জেরে অনেকেই সামিল হতে পারেন না। ফেরত দেওয়া চাঁদার টাকা অনেকের পুজোয় কাজে লাগবে। সেই চিন্তাভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page