স্টেশন থেকে উদ্ধার ৩ লক্ষের জালনোট, গ্রেপ্তার দুই
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 hour ago
- 1 min read
প্রায় তিন লক্ষ টাকার জালনোট সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
মালদা টাউন জিআরপি থানার পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে নিউ ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই যুবককে আটক করে রেল পুলিশ। তল্লাশি চালিয়ে দুই যুবকের হেপাজতে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম ধৃতদের নাম সুজিত দাস ও মহম্মদ রবিউল৷ ধৃতরা মালদার বৈষ্ণবনগর ও কালিয়াচকের বাসিন্দা৷

প্রাথমিক জেরায় জিআরপি থানার পুলিশ জানতে পারে, ধৃত দুই যুবক ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেসে খালতিপুর থেকে নিউ ফরাক্কা স্টেশনে এসেছিল। সেখানেই এক ব্যক্তিকে উদ্ধার হওয়া জালনোট দেওয়ার কথা ছিল তাদের। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments