top of page

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রামপঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি এলাকায়।


মৃত সিভিক ভলান্টিয়ারের নাম কৈলাসচন্দ্র দাস (৫৩)। বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো আজ সকালে নিজের গ্রামে অন্যের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে করতে যান। ছাদে উঠে ইলেকট্রিকের তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।


প্রতীকী ছবি।

মৃত সিভিক ভলান্টিয়ারের দাদা গোপালচন্দ্র দাস জানান, ভাই সিভিক ভলান্টিয়ার কাজের পাশাপাশি ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন। আজ সকালে গ্রামে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page