পরপর দু’বছর পর এবার ইংরেজবাজার পুরসভা বড়োদিনের কার্নিভাল না করার সিদ্ধান্ত নিয়েছে৷ মূলত পুরসভার তৃণমূলি কাউন্সিলরদের মতানৈক্যের জেরেই এবার সেই উৎসব বাতিল৷ তবে শহরবাসীর উৎসব মনে খানিকটা প্রলেপ লাগানোর চেষ্টা করেছেন ভাইস চেয়ারম্যান দুলাল সহকার সহ আরও কয়েকজন কাউন্সিলর৷ তাঁদের উদ্যোগে গতকাল থেকে মালদা শহরের কানির মোড়ে শুরু হয়েছে কার্নিভাল৷ মালদা স্টেশন যাওয়ার দুই প্রধান রাস্তার কিছু অংশ আলোয় সাজিয়ে তোলা হয়েছে৷ কানির মোড়ে তৈরি করা হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ৷ গতকাল সেই মঞ্চ থেকেই কার্নিভালের উদ্বোধন করেছেন পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ৷ উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ আরও অনেকে৷ দুলালবাবু জানিয়েছেন, তিনি সহ আরও ছয় কাউন্সিলর উদ্যোগ নিয়ে এই কার্নিভালের আয়োজন করেছেন৷ সাত দিনের এই কার্নিভালে নাচ-গান-আবৃত্তি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে৷ বহিরাগত শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন৷
ছবি: গৌতম কর্মকার।
কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে পুরাতন মালদাতেও৷ সেখানকার পুরসভার উদ্যোগে আগামী ২ থেকে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই কার্নিভাল৷ ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ শহরের বেশ কয়েকটি রাস্তায় রঙিন আলপনা দেওয়ার কাজ চলছে৷ লাগানো হচ্ছে রকমারি আলোও৷ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজেই কাজকর্ম দেখাশোনা করছেন৷ এই কার্নিভাল নিয়ে সেখানে মালদা শহরের উলটো ছবি৷ প্রত্যেক কাউন্সিলরই উৎসবকে ভালোভাবে সম্পন্ন করতে মরিয়া৷ কার্তিকবাবু জানিয়েছেন, মঙ্গলবাড়ির চৌরঙ্গি মোড়ে কার্নিভালের মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে৷ আগামী ২ জানুয়ারি সন্ধেয় কার্নিভালের উদ্বোধন হবে৷ চারদিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে৷ স্থানীয় ও বহিরাগত শিল্পীরা চারদিন মূল মঞ্চ মাতিয়ে রাখবেন৷ কার্নিভাল উপলক্ষ্যে পুরভবন থেকে শুরু করে চৌরঙ্গি মোড় পর্যন্ত এলাকা আলো ও আলপনায় সাজানো হবে৷
পুরাতন মালদায় চলছে আলপনা দেওয়ার কাজ।
Comments