কমন ফেসিলিটি সেন্টার পেতে চলেছেন কার্পেট শিল্পীরা, জমি পরিদর্শনে প্রশাসন
top of page

কমন ফেসিলিটি সেন্টার পেতে চলেছেন কার্পেট শিল্পীরা, জমি পরিদর্শনে প্রশাসন

জেলার কার্পেট শিল্পের উন্নতিতে জোর দিচ্ছে মালদা জেলা প্রশাসন। আজ দুপুরে ইংরেজবাজারের সাট্টারিতে কার্পেট কারখানাগুলি পরিদর্শনে যান জেলাশাসক নিতীন সিংঘানিয়া। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা সহ জেলা শিল্প দফতরের আধিকারিকরা।


উল্লেখ্য, মালদার ইংরেজবাজার ব্লকের সাট্টারি এবং মানিকচক ব্লকের এনায়েতপুর, নূরপুর এলাকায় মূলত কার্পেট তৈরির কাজ হয়ে থাকে। জেলার পাঁচ হাজারের বেশি শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু কার্পেট শিল্পের সঠিক পরিকাঠামো তৈরি না হওয়ায় শিল্পীদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। অবশেষে শ্রমিকদের পাশে দাঁড়াতে চলেছে জেলা প্রশাসন। সাট্টারি এলাকায় তৈরি হতে চলেছে কমন ফেসিলিটি সেন্টার। আজ ওই এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানালেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া।



জেলাশাসক বলেন,

কার্পেট শিল্পীদের জন্য কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হবে। সেই সেন্টারের জন্য আজ জায়গা পরিদর্শন করা হয়েছে। সেন্টারে যা যা সরঞ্জাম লাগবে তা দিয়ে এই সেন্টার চালু করা হবে। শিল্পীদের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে। জেলা প্রশাসনের তরফে সেই ট্রেনিংয়ে ব্যবস্থাও করা হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page