top of page

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ মেলেনি বিজেপি বিধায়কদের!

মুখ্যমন্ত্রীর মালদা জেলা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে সরব হলেন জেলার চারটি বিধানসভার বিরোধী বিধায়করা। বিজেপি বিধায়কদের না ডেকে ওই এলাকার মানুষদের অপমান করা হয়েছে বলে দাবি করেছেন বিধায়করা।


আজ দুপুরে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডাকা হয় বিজেপির পক্ষ থেকে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরি জানান, আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা প্রশাসনিক বৈঠকে শাসকদলের বিধায়কদের ডাকা হলেও বিজেপি বিধায়কদের ডাকা হয়নি। প্রশাসনিক এই বৈঠকে বিধায়কদের নিজেদের এলাকার সমস্যার মুখ্যমন্ত্রীকে বলা উচিত। কিন্তু আমরা বিজেপি বিধায়ক হওয়ায় আমাদের বিধায়কদের এই প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকে আমাদের না ডাকা মানে আমাদের পাশাপাশি এলাকার জনগণদের অপমান করা। কারণ উনি ওই এলাকার মানুষদের সমস্যার কথা শুনতে চান না।



রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে সেটা প্রশাসনের দায়িত্ব। এই বিষয়ে আমি কিছু বলতে পারব না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page