বক্সিং চ্যাম্পিয়নশিপে মালদার ঝুলিতে তিনটি সোনা
বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা ও একটি করে রূপো ও ব্রোঞ্জ জয় করল মালদার ছেলেমেয়েরা। আজ জেলা ক্রীড়া সংস্থার তরফে সফল খেলোয়ারদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানান জেলাশাসক নিতীন সিংঘানিয়াও।
চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ আলিপুরদুয়ার জেলায় ওপেন বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ১২টি রাজ্যের খেলোয়াররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় রবি সেখ, দেবরঞ্জন বাঁশফোর ও প্রিয়াঙ্কা রায় সোনা জয় করে। সোমনাথ দাস রূপো এবং দীপ বর্মণ ব্রোঞ্জ জয় করে। আজ দুপুরে জেলা ক্রীড়া সংস্থার তরফে তাঁদের সংবর্ধনা জানানো হয়। পরে সফল খেলোয়ারদের জেলাশাসকের কাছে নিয়ে যান কোচ বলাই ভট্টাচার্য। জেলাশাসকও কৃতি খেলোয়ারদের সংবর্ধনা জানান।
Bình luận