top of page

বিদেশে রপ্তানি হবে মালদা ও মুর্শিদাবাদের আম

মালদার আম! নামই যথেষ্ট৷ এই আম এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদেশে পাঠাতে তৎপর হয়েছে রাজ্য৷ সঙ্গে থাকবে মুর্শিদাবাদে উৎপাদিত আমও৷ এবার থেকে এই দুই জেলার আম দুবাই হয়ে রপ্তানি করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে৷ রাজ্য সরকারই তার ব্যবস্থা করছে৷ সোমবার মালদায় এসে একথা জানান উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রেজ্জাক মোল্লা৷ এদিন তিনি মালদায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলার আমচাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক এবং জেলার বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বৈঠক করেন৷


Malda and Murshidabad mango will be exported abroad

সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার ব্যবসায়ীদের কাছে আবেদন করেন, শুধু বাংলাদেশের কথা না ভেবে তাঁরা যেন অন্যান্য দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপিয়ান দেশগুলিতে আম রপ্তানির কথা ভাবেন৷ কারণ, ব্যবসায়ীরা তাঁদের জানিয়েছিলেন, বাংলাদেশ সরকার এক ধাক্কায় শুল্ক কয়েকগুন বাড়িয়ে দেওয়ায় সেদেশে আম রপ্তানি করতে পারছেন না তাঁরা৷ তারই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাঁদের অন্যান্য দেশে আম রপ্তানির কথা ভাবতে বলেন৷ এদিন মন্ত্রী রেজ্জাক মোল্লা বলেন, মালদা-মুর্শিদাবাদের লিচু এবার দুবাই হয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে৷ এবার এই দুই জেলার আমও বিদেশে যাবে৷ মালদা ও মুর্শিদাবাদে কত ধরণের আম উৎপন্ন হয় তার একটি ক্যাটালগ তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ সেই ক্যাটালগে আমের ছবিও দেওয়া থাকবে৷

এদিন মন্ত্রী জেলার আমচাষি, ব্যবসায়ী, বণিক সভার প্রতিনিধিদের বক্তব্যও শোনেন৷ বৈঠকে তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদে উৎপাদিত আমের গুণগত মান বাড়াতে হবে৷ কীভাবে ফলন বাড়ানো যায় এবং উৎপাদিত আম সংরক্ষণ করা যায় তা নিয়ে বিশদে আলোচনা করেন তিনি৷ বেশ কিছু আম ব্যবসায়ী মন্ত্রীকে বলেন, মালদা আমের জেলা৷ অথচ আম নিয়ে সেই অর্থে এখনও কোনও বড়ো শিল্প তৈরি হয়নি৷ ফলে দাম পাচ্ছেন না কৃষকরা৷ জেলায় একটি ফুড পার্ক তৈরি হয়েছে৷ বিদেশে রপ্তানির জন্য প্যাক হাউসও তৈরি হয়ে পড়ে রয়েছে৷ কিন্তু সংরক্ষণের কোনও ব্যবস্থা নেই৷ মাঝেমধ্যে মন্ত্রী-আমলারা এসে বৈঠক করেন, খাওয়া দাওয়া হয়৷ তারপর আবার সব চুপচাপ হয়ে যায়৷

পরে মন্ত্রী বলেন, মালদায় আমের গুনগত মান বাড়ানোর উপর জোর দিতে হবে৷ উন্নত প্রজাতির আম চাষে উদ্যোগী হতে হবে৷ এই জেলায় সেন্ট্রাল রিসার্চ ইন্সটিটিউট তৈরি হয়েছে৷ বিজ্ঞানীরাই পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন, কীভাবে আরও উন্নত প্রজাতির আম তৈরি করা যায়৷ মালদা ও মুর্শিদাবাদের আম রপ্তানির ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রতিদিন ২ মেট্রিক টন আম যাবে আরবে৷ আম রপ্তানিতে এতদিন কিছু বাধা ছিল৷ এতদিন ব্যাকটিরিয়ামুক্ত আমের ব্যবস্থা করা যাচ্ছিল না৷ সেই ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার৷ পাল্প তৈরি হয় এমন আমের চাহিদা গোটা বিশ্বেই বেশি৷ কিন্তু মালদায় সেই ধরমের আম উৎপাদিত হয় না৷ সেই প্রজাতির আম যাতে এই জেলায় উৎপন্ন হয় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তবে তার জন্য মালদার চাষি ও ব্যবসায়ীদেরও উদ্যোগী হতে হবে৷ আমসত্ত্ব জাতীয় কিছু করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে৷ সেব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page