top of page

নিখোঁজ কৃষি দফতরের আধিকারিক

  • Nov 13, 2019
  • 1 min read

দুইদিন ধরে নিখোঁজ সরকারি আধিকারিক। গতকাল ইংরেজবাজার থানায় ওই সরকারি আধিকারিকের মিসিং ডায়ারি করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার রামনগর কাছারি এলাকায়।



নিখোঁজ আধিকারিকের নাম প্রদীপকুমার হাঁসদা। তিনি জেলা কৃষি দফতরে চাকুরি করতেন। বাড়ি পুরুলিয়ার কালিপুর গ্রামে। কর্মসূত্রে মার্চ মাস থেকে সরকারি আবাসনে একাই থাকতেন প্রদীপবাবু। তাঁর স্ত্রী নিরুপমাদেবী মিসিং ডায়ারিতে পুলিশকে জানান, তিনি দু’দিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অবশেষে স্বামীর প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশী খোঁজ নিয়ে তাঁকে জানান, তাঁর স্বামী বাড়িতে নেই। দরজা খোলা ছিল। তাঁর স্বামীর আধার কার্ড ও ভোটার কার্ড ছাড়া ঘরে সমস্ত জিনিসপত্র রয়েছে। এরপরেই তিনি ছুটে আসেন।


প্রদীপবাবুর সহকর্মী নবেন্দু বসাক জানান, নিখোঁজের কথা জানতে পেরে ইংরেজবাজার থানায় নিখোঁজের ডায়ারি করা হয়েছে। প্রদীপবাবুর মোবাইলে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page