ফুটপাথ দখলমুক্ত করতে ফের অভিযানে জেলা প্রশাসন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 2, 2023
- 1 min read
মালদা শহরের ফুটপাথ দখলমুক্ত করতে ফের ময়দানে নামল জেলা প্রশাসন। শুক্রবার মালদা শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালান খোদ সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং। উপস্থিত ছিলেন ট্র্যাফিক আইসি সহ ইংরেজবাজার পুরসভার আধিকারিকরা। আগামীকাল থেকে কোনোমতেই রাস্তা কিংবা ফুটপাথে ব্যবসা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মহকুমাশাসক।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মালদা শহরের রথবাড়ি মোড়ে রাস্তা ও ফুটপাথ দখল করে ব্যবসার অভিযোগ উঠছিল। অবৈধভাবে ব্যবসার কারণে শহর জুড়ে যানজট হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এর আগেও জেলা প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফের রাস্তা ও ফুটপাথ দখল হয়ে যাচ্ছিল। আজ ফের জেলা প্রশাসনের তরফে অভিযান চালানো হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments