top of page

পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্সে জোড়া সোনা ও রূপো মালদার ঝুলিতে

পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্স মিটে দুটি সোনা ও একটি রূপোর পদক জয় মালদার ছেলেমেয়েদের। কৃতী খেলোয়াড়দের আজ সকালে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।


জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর বিহারের পাটনায় পূর্বাঞ্চলীয় অ্যাথলেটিক্স মিটের আসর বসে। সেখানে বললাম মণ্ডল দুই হাজার মিটার দৌড় প্রতিযোগিতা ও মিষ্টি কর্মকার জ্যাভলিন থ্রোতে সোনার পদক জিতেছে। গ্রুপ ইভেন্টে রূপো জিতেছেন মালদার আরেক খেলোয়াড়। আজ সকালে কৃতী খেলোয়াড়রা জেলায় ফিরে আসেন। মালদা টাউন স্টেশনেই তাদের সংবর্ধনা জানানো হয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি আগামীদিনে জেলার সমস্ত কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার কথাও জানানো হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page