শোভাযাত্রা সহকারে নিরঞ্জন ৪২ ফিটের প্রতিমার
১০১টি ঢাকের তালে ৪২ ফিট প্রতিমা নিরঞ্জন হল বুধবার। আজ দুপুরে বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন কালী পুজো প্রতিমা নিরঞ্জন করা হয়। দড়ি ও বাঁশ দিয়ে টেনে বুলবুলচণ্ডী এলাকা পরিক্রমা করে ফুটবল ময়দান সংলগ্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন করা হয়।
এদিনের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখতে ও প্রতিমা টানতে হাত বাড়িয়েছেন বহু মানুষ। নিরঞ্জনের শোভাযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল।
[ আরও খবরঃ এটিএম কার্ড জালিয়াতিতে চার বছরের কারাদণ্ড ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments