top of page

শোভাযাত্রা সহকারে নিরঞ্জন ৪২ ফিটের প্রতিমার

১০১টি ঢাকের তালে ৪২ ফিট প্রতিমা নিরঞ্জন হল বুধবার। আজ দুপুরে বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন কালী পুজো প্রতিমা নিরঞ্জন করা হয়। দড়ি ও বাঁশ দিয়ে টেনে বুলবুলচণ্ডী এলাকা পরিক্রমা করে ফুটবল ময়দান সংলগ্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন করা হয়।



এদিনের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখতে ও প্রতিমা টানতে হাত বাড়িয়েছেন বহু মানুষ। নিরঞ্জনের শোভাযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সকাল থেকে পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page