আলমারি খুলে দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিল পরিচারিকা, ধৃত মহিলা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jun 15, 2021
- 1 min read
Updated: Jun 16, 2021
পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে দুই লক্ষ ১০ হাজার টাকা চুরি করে পালাল মহিলা। ঘটনার তদন্তে নেমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ওই মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া টাকা ফিরিয়ে দিল ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের দক্ষিণ বালুচর এলাকার বাসিন্দা মনোহরলাল চিৎলাঙ্গিয়া। মঙ্গলবার সকালে বাড়ির পরিচারিকার কাজের জন্য এক মহিলা তাঁদের বাড়িতে যায়। মনোহরবাবু তাকে বাড়িতে কাজের জন্য নিয়োগ করে। সুযোগ বুঝে শোওয়ার ঘরের আলমারি থেকে দুই লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই মহিলা। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন মনোহরবাবু।
ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানা সাদা পোশাকের পুলিশ অভিযুক্ত পরিচারিকা সঙ্গীতা চৌধুরিকে বালুচর এলাকা থেকে গ্রেফতার করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দুই লক্ষ ১০ হাজার টাকা। উপযুক্ত প্রমাণ দেখে পুলিশকর্মীরা মনোহরবাবুর হাতে চুরি যাওয়া টাকা তুলে দেন।
[ আরও খবরঃ মালদা-নিউ দিল্লি নতুন ট্রেন চালু ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন














Comments