বিবাদের জেরে ব্যক্তিকে খুনের অভিযোগ, লাগল রাজনৈতিক রং
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 19
- 1 min read
পুরোনো বিবাদের জেরে ব্যক্তিকে তাড়া করে কুপিয়ে খুনের অভিযোগ ইংরেজবাজারে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। এদিকে, এই ঘটনায় লেগেছে রাজৈনতিক রং। শাসকদলের দাবি, মৃত ব্যক্তি সক্রিয় তৃণমূলকর্মী ছিলেন। রাজনৈতিক কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পালটা বিজেপির সাফাই, রাজনৈতিক কোনও বিষয় নয়, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ (৫৩)। বাড়ি ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে পায়ে হেঁটে এক আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছিলেন সুবল। অভিযোগ, বারোদুয়ারী কালিমন্দির সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে সুবলের ওপর চড়াও হয়। সুবলের গলায় ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা। চিৎকারে স্থানীয় বাসিন্দাদের ছুটে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি সুবলকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের তরফে ইংরেজবাজার থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত সুবলের সঙ্গে বছর খানেক আগে টাকাপয়সা নিয়ে অভিযুক্তদের ঝামেলা হয়েছিল। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে একঅপরের বিরুদ্ধে হামলা চালানোরও দাবি করেছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার পর তৃণমূলের দাবি, সুবল ঘোষ তৃণমূলের সক্রিয় সদস্য। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক সুবলকে খুন করেছে। পালটা বিজেপির তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও পূর্ববর্তী ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments