top of page

গৃহবধূ ও গয়না নিয়ে পালাল 'জাদুগর'

সাইকেল নিয়ে নানারকম কেরামতি দেখাত এক যুবক। ছোটোখাটো কৌশলও জানা ছিল তার। এলাকায় এই যুবক জাদুগর বলেই পরিচিতি ছিল। সাতদিন খেলা দেখানোর পর সোনার গয়না সহ এক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ উঠল ওই জাদুগরের বিরুদ্ধে। গতকাল এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ গৃহবধূর স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রতীকী ছবি
সোনা মাটিতে পুঁতে দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে বেশ কয়েকজনের থেকে সোনার গয়নাও নেয় সে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০-১২ দিন আগে ওল্ড মালদা শান্তিপুর গ্রামে প্রথম দেখা যায় ওই যুবককে। নিজেকে জাদুগর বলে পরিচয় দেয় সে। গ্রামবাসীদের কাছে নিজেকে নদীয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছিল ওই যুবক৷ সাতদিন ধরে প্রতি রাতে সে ওই গ্রামে সাইকেল খেলা দেখাত৷ সেই সময় তাকে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো৷ সাতদিন ধরে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আস্থা অর্জন করে সে। এরপরেই দু:শক্তির ভয় দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিতে থাকে সে। আর্থিক অভাব দূর করতে সোনা মাটিতে পুঁতে দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে বেশ কয়েকজনের থেকে সোনার গয়নাও নেয় সে। কিন্তু গত রবিবার হঠাৎ গ্রাম থেকে উধাও হয়ে যায় সে৷ সেদিন বিকেল থেকে নিখোঁজ হয় গ্রামের এক গৃহবধূও। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাঁর স্বামী জানতে পারেন, নিজেকে জাদুগর বলে পরিচয় দেওয়া ওই যুবক তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন।


সমস্ত ঘটনা জানিয়ে গতকাল পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূর স্বামী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page