top of page

বাংলার পরে ইংরেজি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকের প্রশ্নপত্র

  • Feb 19, 2020
  • 1 min read

Updated: Jul 14, 2020

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকের প্রশ্নপত্র। গতকাল বাংলার পরে আজ ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের দেখা মিলেছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে আরএ করা হল রতুয়ায়। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।


জানা গেছে, ধৃত ছাত্রের নাম ছাত্রের নাম ওসমান আলি। রোল নম্বর ০০৭৭। ওসমান বাহারাল স্কুলের ছাত্র। তার মাধ্যমিকের (#Madhyamik) সিট পড়েছিল বৈদ্যনাথপুর স্কুলে। ওসমান মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। প্রশ্নপত্র হাতে পেতেই মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে। পরীক্ষকের নজরে আসতেই আরএ করা হয় তাকে। এদিকে পুলিশ আইটি অ্যাক্টে ওই ছাত্রকে গ্রেফতার করেছে।



এই বিষয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্র থেকে মোবাইল ফোনে ছবি তুলে এক ছাত্র প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টা করছিল। পরীক্ষকের চেষ্টায় সে ধরা পড়ে। অভিযোগের ভিত্তিতে ধৃত ছাত্রকে গ্রেফতার করে আইটি অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।


প্রতীকী ছবি।


টপিকঃ #মাধ্যমিক

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page