ইংরেজবাজারে রান্নার গ্যাস লিক করে ভস্মীভূত চার বাড়ি
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি বাড়ি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাজীগ্রামের রামেশ্বরপুরে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা নিমাই সাহা বাড়ি থেকে রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায়। নিমেষের মধ্যেই আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি।
প্রতীকী ছবি।
Comments