top of page

প্রচুর ফেনসিডলের বোতল উদ্ধার মালদায়

গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে গাজোল থানার পুলিশ নিষিদ্ধ ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করে। এই ঘটনায় মাজিদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ধৃত লরি চালক লরিতে বেআইনি ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। লরি থেকে ২১ হাজার ৩০০টি ফেনসিডলের বোতল উদ্ধার করা হয়েছে।



Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page