top of page

নিয়ন্ত্রণ হারিয়ে এসকেভেটরের সঙ্গে সংঘর্ষে মৃত কিশোর

বাজার থেকে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে এসকেভেটরের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার আড়াগাছি এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মণ্ডল (১৩)। বাড়ি মদনাবতী গ্রামপঞ্চায়েতের মাধককাঠি গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন সৈকত বিশ্বাস। বাড়ি গাজোলের শ্রীকৃষ্ণপুর এলাকায়। কৃষ্ণ ডালনা চন্দ্রমোহন বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার জন্য হবিবপুর থানার ডানলা এলাকায় মামার বাড়িতে থাকত কৃষ্ণ। জানা গেছে, আজ সকালে দুই বন্ধু মোটর বাইক নিয়ে বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এসকেভেটরের সঙ্গে সংঘর্ষ হয়।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page