মাটি বোঝাই লরি পিষে দিল বৃদ্ধকে, ক্ষোভ জনতার
মাটি বোঝাই লরির চাপায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে ক্ষিপ্ত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার দৌলতপুর মুক্তি কলোনি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে।
মৃত ব্যক্তির নাম অশোক মজুমদার (৬০)। তিনি ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর জন্য সাইকেল নিয়ে ওষুধ আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় একটি মাটি বোঝাই লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। পরে ঘাতক লরির চালককে গ্রেফতারির আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে ঘাতক লরির চালককে গ্রেফতার করতে হবে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentarze