জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত লরি চালক
মালদায় ৩৪ নং জাতীয় সড়কে দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক চালকের। এদিন ভোরে পুরাতন মালদার নারায়ণপুর এলাকার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন আহত গাড়ির চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় চালকের।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত গাড়ি চালক ২৩ বছরের মুনশি জাহির উদ্দিন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার সাকনা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। একটি সিমেন্ট ট্রান্সপোর্টের লরি চালাতেন জাহির উদ্দিন। সেদিন দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরে সিমেন্ট রেখে খালি ট্রাক নিয়ে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার ভোর রাতে মালদার নারায়ণপুরের কাছে তাঁর লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম লরি চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
Comments