পুরুষরা ভয়ে বাড়ি ছাড়ছে, ঘরে ফেরাতে প্রচার পুলিশের
বামফ্রন্ট ও কংগ্রেসের ভারত বন্ধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কালিয়াচকের সুজাপুর৷ সেই ঘটনায় দোষীদের ধরপাকড় শুরু করেছে মালদা জেলা পুলিশ৷ পুলিশি ধরপাকড়ের ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছে সুজাপুরের পুরুষরা৷ আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভয় দূর করতে মাইক নিয়ে প্রচারে নামল কালিয়াচক থানার পুলিশ৷ গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর সহ বিভিন্ন জায়গায় প্রচার চালায়৷
উল্লেখ্য, বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকা ভারত বন্ধের (#BharatBandh) দিন পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালিয়াচকের সুজাপুর (#Sujapur)৷ পুড়ে ছাই হয়েছিল মোট ৯টি গাড়ি৷ সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ৷ চলছে ধরপাকড়ের প্রক্রিয়া। সেই খবর ছড়িয়ে পড়তেই পুলিশের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচতে এলাকা ছেড়ে পালাচ্ছে বহু পুরুষ৷ সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে গতকাল রাতে মাইক হাতে প্রচারে নামে কালিয়াচক থানার পুলিশ৷ পুলিশের পক্ষ থেকে প্রচার করা হয়, পুলিশ কোনও নিরপরাধ মানুষকে হেনস্তা করবে না৷ পুলিশের ভয়ে কেউ যেন এলাকা ছেড়ে না যায়৷ যদি কারো অভিযোগ থাকে তবে নির্ভয়ে পুলিশে জানাতে পারে। সেক্ষেত্রে পুলিশ অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে প্রচারে৷
প্রতীকী ছবি।
Commentaires