top of page

পুলিশের ধাওয়ায় আটক বিহারগামী মদ-বোঝাই গাড়ি

বিহারে পাচারের আগেই ৫ লক্ষ ৬০ হাজার টাকার মদ উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।


পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে খবর আসে মদ-বোঝাই একটি পিকআপ ভ্যান ভালুকা থেকে বিহারের দিকে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে। বিহারগামী ভালুকা রাজ্য সড়কে ওই গাড়িটিকে আটক করে পুলিশ। ওই পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ১ হাজার ২৬০ বোতল মদ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় কারবারিরা পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে মদ বিহারে পাচার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুজোর আগে বিহারে পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে উদ্ধার হওয়া মদের বোতলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।



[ আরও খবরঃ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু মহিলা যাত্রীর, চাঞ্চল্য মালদায় ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page