বজ্রপাতে মালদা জেলায় মৃত্যু ৬ জনের, আহত বেশ কয়েকজন
ভর দুপুরের বজ্রপাতে জেলা জুড়ে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। সমস্ত খোঁজ খবর নিচ্ছে জেলা প্রশাসন।
আজ দুপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। ইংরেজবাজার, পুরাতন মালদা, গাজোল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এলাকায় বজ্রপাত হয়। এখন পর্যন্ত বজ্রপাতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুরাতন মালদা এলাকায় চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১) নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গাজোলের আদিনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে অসিত সাহা (১৯) নামে একাদশ শ্রেণির ছাত্রের। ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের যুবক পঙ্কজ মণ্ডল (২৪) ও সুইতারা বিবি (৩৯) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের খোঁজ শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনের একটি দল মালদা মেডিকেলের দিকে রওয়ানা দিয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments