top of page

ইংরেজবাজারে টোটো চালাতে দাও দাবিতে জাতীয় সড়ক অবরোধ

Updated: Aug 12, 2020

‘কাজ দাও অথবা জেল দাও নইলে ইংরেজবাজারে টোটো চালাতে দাও’ এই এই শ্লোগানকে সামনে রেখে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আরএসপি’র শ্রমিক সংগঠন ইউটিইউসি'র মালদা টোটো ও ই-রিক্সা চালক ইউনিয়নের কর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলিমোড়ে বিক্ষোভ দেখান টোটোচালকরা।



টোটোচালকদের পক্ষে আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে বলেন, বিনা কারণে পুলিশ টোটোচালকদের হয়রানি করছে, জুলুমবাজি করছে। পুলিশ দীর্ঘদিন ধরে টোটো(#Toto) আটকে রেখে দিচ্ছে। সেই সময় টোটোচালকরা কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছে। আরএসপি নেতার আরও অভিযোগ, টোটোচালকদের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে টোটোচালকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।


এদিনের অবরোধের ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। পরে মালদা থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় টোটোচালকরা।

댓글 1개


PankajKumar467@gmail.com
2019년 10월 24일

খুব ভালো করেছে টোটো বধ হওয়া উচিত

좋아요

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page