থালা হাতে ভিক্ষা মিছিলে টোটোচালকরা
top of page

থালা হাতে ভিক্ষা মিছিলে টোটোচালকরা

থালা হাতে অভিনব কায়দায় ভিক্ষা মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করলেন টোটোচালকরা। সোমবার সকালে পুরাতন মালদার মির্জাপুর থেকে মিছিল করে ইংরেজবাজার ট্রাফিক অফিসের সামনে জমায়েত করেন টোটোচালকরা।



কাজ দাও নইলে টোটো চালাতে দাও

এই শ্লোগানকে সামনে রেখে হাতে থালা নিয়ে অভিনব কায়দায় রাস্তায় ভিক্ষা মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করলেন পুরাতন মালদার টোটো চালকরা। টোটো চালকদের দাবি, অবিলম্বে টোটো চালকদের ইংরেজবাজার পুরসভায় টোটো(#Toto) চালানোর অনুমতি দিতে হবে। পুজোর আগে বেআইনিভাবে টোটো ধরপাকড় বন্ধ করতে হবে। টোটোচালকদের অন্যান্য পরিবহন শ্রমিকদের মতো সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। প্রশাসন এই দাবি মানতে ব্যর্থ হলে, টোটোচালকদের জন্য অন্যকাজের ব্যবস্থা করে দিতে হবে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page