top of page

আইনি সচেতনতা শিবির মালদায়, সমস্যা তুলে ধরলেন মহিলারা

মেগা আইনি সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা আইনি পরিসেবা কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আইনি সচেতনতা শিবিরের উদ্বোধন করা হয়।


শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি সচেতনতা কেন্দ্রের চেয়ারম্যান তথা মুখ্য বিচারক রশিদ আলম, আইনি সচেতনতা কেন্দ্রের সেক্রেটারি অর্পিতা ঘোষ, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি, ডিএসপি প্রশান্ত দেবনাথ, ট্রাফিক আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য আধিকারিকরা।



সাধারণ মানুষের পাশাপাশি স্কুল পড়ুয়াও এই শিবিরে অংশ নেন। তাঁদের উদ্দেশ্যে আইনি সচেতনতা কেন্দ্রের প্রয়োজনীয়তা ও যোগাযোগের মাধ্যম তুলে ধরেন অতিথিরা। এদিন বেশ কিছু মহিলা নিজেদের সমস্যার কথাও তুলে ধরেন শিবিরে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page