দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে জাতীয় সড়ক অবরোধ বাম শ্রমিকদের
top of page

দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে জাতীয় সড়ক অবরোধ বাম শ্রমিকদের

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহার দাবিতে এবং দিল্লিতে চলতে থাকা কৃষক আন্দোলনকে সমর্থন করে মালদা শহরে মিছিল ও জাতীয় সড়ক অবরোধ করল বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলি।


Left Front workers blocked national highways in Malda

বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে জমায়েত হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয়।



সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলির এই আন্দোলন। অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছে শ্রমিক সংগঠনগুলি। এই আইন প্রত্যাহার না হলে বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলির আন্দোলন জারি থাকবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page