top of page

লাঠিচার্জের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি ১০ মে পর্যন্ত

গত ২৪ এপ্রিল হাওড়া জেলা আদালতে আইনজীবীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনার প্রতিবাদে বেঙ্গল বার কাউন্সিলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত আদালতে আইনজীবীরা কর্মবিরতি পালন করে চলেছেন। ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন বিচারাধীন অভিযুক্তরা। আইনজীবীদের দাবি, হাওড়ার লাঠিচার্জের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এখনও কোনও উদ্যোগ না গ্রহণ করায় আগামী ১০ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন আদালতে কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। মঙ্গলবার মালদা জেলা আদালতের আইনজীবীরা দোষীদের শাস্তির দাবিতে মিছিল ও একটি প্রতিবাদ সভা করেন। (#BarAssociation #Lawyers)


মালদা জেলা আদালতের আইনজীবীরা দোষীদের শাস্তির দাবিতে মিছিল ও একটি প্রতিবাদ সভা করেন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page