top of page

চাঁচল মহকুমা আদালতে আইনজীবীদের কর্মবিরতি

জিআরও আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে জিআরও এবং এসিজেএম কোর্টের কর্মবিরতি ডেকে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের। আইনজীবীদের কর্মবিরতির ফলে সমস্যায় পড়তে হয় বিচারাধীন বন্দি সহ সাধারণ মানুষদের।


চাঁচল মহকুমা আদালতের আইনজীবীদের অভিযোগ, চাঁচল থানার খরবা ফাঁড়ির একটি গণধর্ষণ মামলায় মিথ্যা সাক্ষী সাজিয়ে আদালতে হাজিরা করা হচ্ছে এবং তার জবানবন্দি নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিচারকের সামনে জিআরও আধিকারিক আইনজীবীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। এরই প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যতক্ষণ না ওই জিআরও আধিকারিক ভুল স্বীকার না করছেন, ততদিন এই কর্মবিরতি চলবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page