পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি
top of page

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আইনজীবীদের কর্মবিরতি

হাওড়ায় আইনজীবীদের সঙ্গে পুরকর্মীদের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর প্রতিবাদে আজ কর্মবিরতিতে শামিল হলেন মালদা জেলা আদালতের আইনজীবীরাও৷ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি চলবে৷



গত বুধবার হাওড়া আদালতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষ চরম আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়৷ সেই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে কর্মবিরতিতে শামিল হলেন মালদা জেলা আদালতের আইনজীবীরাও।


মালদা জেলা আদালত বার কাউন্সিলের সম্পাদক দেবকিশোর মজুমদার জানান, গত পরশু হাওড়ায় আইনজীবীদের বেধড়ক মারধর করা হয়৷ বয়স্ক থেকে শুরু করে মহিলাদেরও ব্যাপক মারধর করা হয়৷ বারে ভাঙচুর চালানো হয়৷ এই ঘটনার জেরে মালদার আইনজীবীরা কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে৷ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি চলবে। (#MaldaBarAssociation #Malda)

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page