বিপুল পরিমাণ টিয়া পাখি উদ্ধার মালদায়, ধৃত ১
পাচারের আগেই উদ্ধার প্রায় পাঁচশ পাখি। গতকাল রাতে মালদা টাউন স্টেশন থেকে এই পাখিগুলি উদ্ধার হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আরপিএফ। ধৃত ব্যক্তির নাম শেখ সাহেদ।
জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদা আরপিএফ-এর একটি দল কলকাতাগামী যোগবানী এক্সপ্রেস মালদা স্টেশনে পৌঁছতেই ট্রেনে হানা দেয়। তল্লাশি চালিয়ে ট্রেনের ৮ নম্বর স্লিপার কোচে এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টিয়া পাখি। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। রাতে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে পাখিগুলিকে।
আরপিএফ ইনস্পেকটর ভিবি শর্মা জানান, তথ্যের ভিত্তিতে কলকাতাগামী যোগবানী এক্সপ্রেসে হানা দিয়ে বিপুল পরিমাণ টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি কাটিহার থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিল। তার টিকিট বর্ধমান পর্যন্ত ছিল। সেই থেকেই অনুমান করা হচ্ছে কাটিহার থেকে বর্ধমানে ওই পাখিগুলি পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া পাখিগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
[ আরও খবরঃ এশিয়া সেরা সুন্দরীর দৌড়ে মালদার মেয়ে মধুপর্ণা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন