top of page

জমির ধরণ বদলে বিক্রির চেষ্টা, ছয়জনকে বেঁধে রাখল গ্রামবাসী

গোচারণ বলে উল্লেখিত খেলার মাঠের রেকর্ড বদলে জমি বিক্রির চেষ্টার অভিযোগ পুরাতন মালদায়। ছয় ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীর। খবর পেয়ে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিদের উদ্ধার করে মালদা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাঞ্জাপাড়া এলাকায়।


মালদা জেলায় জমি মাফিয়াদের দাপট নিয়ে নানা অভিযোগ রয়েছে। জলাজমি ভরাট থেকে বিক্রি থেকে শুরু করে করে জমির চরিত্র বদল করে বিক্রি সবই অভিযোগ রয়েছে। বাঞ্জাপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি মাঠ রয়েছে। রেকর্ড সেই মাঠ গোচারণ বলে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার বাচ্চারা ওই মাঠেই খেলাধূলো করে। ওই মাঠেই এলাকার যাবতীয় অনুষ্ঠানও হয়ে আসছে। সম্প্রতি কিছু অসাধু মানুষ সেই জমির রেকর্ড বদলে নিজেদের নামে করে নিয়েছে। এখন সেই জমি বিক্রির চেষ্টা চালানো হচ্ছে। আজও ওই জমি বিক্রির চেষ্টা চালায় কয়েকজন।


প্রতীকী ছবি।

বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছয়জন ব্যক্তিকে ধরে ফেলে। দড়ি দিয়ে তাদের বেঁধে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যায় মালদা থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page