top of page

বিএসএনএল আবাসন থেকে লক্ষাধিক টাকার ব্যাটারি চুরি, তদন্তে পুলিশ

বিএসএনএল কর্মচারী আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা শহরে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও ঘন কুয়াশার সুযোগ নিয়ে ব্যাটারি চুরি করে চম্পট দুষ্কৃতীদলের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মালদা শহরের উত্তর রামচন্দ্রপুর এলাকায় রয়েছে বিএসএনএল কর্মচারী আবাসন। একাধিকবার এই আবাসনের চুরির ঘটনা সামনে এসেছে। গতকাল রাতে ফের চুরি হয় আবাসনে। জানা গিয়েছে, রাতের অন্ধকারে ঘন কুয়াশার সুযোগে প্রাচীর টপকে দুষ্কৃতী দল ভেতরে ঢুকে। এরপর একাধিক তালা ভেঙে প্রায় ৫০টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি যাওয়া ব্যাটারির মূল্য লক্ষাধিক টাকা।



ঘটনার খবর পেয়ে চুরির কিনারা করতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।


[ আরও খবরঃ স্ত্রীকে দায়ী করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page