ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে রাজনৈতিক তরজা
সহকর্মীদের সঙ্গে ঝামেলা থেকে মারধর। দুইদিন হাসপাতালে থাকার পর মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে। পালটা গেরুয়া শিবিরের দাবি, পশ্চিমবঙ্গে না থাকায় ভিনরাজ্যে যেতে হচ্ছে বাঙালি শ্রমিকদের। খুনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
মৃত শ্রমিকের নাম মতি আলি (৪২)। বাড়ি ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে রাজস্থানের একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। গত ৩ সেপ্টেম্বর খাওয়ার সময় বিহার ও উড়িষ্যার সহকর্মীদের সঙ্গে ঝামেলা হয় মতি সাহেবের। অভিযোগ, এরপর কয়েকজন শ্রমিক তাঁকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে মতি সাহেবের আরেক ভাই কাজ করত। তিনি ভাইকে ফোন করে জানান, তাঁর পেটে প্রচণ্ড ব্যথা। ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভরতি হন মতি সাহেব। অস্ত্রোপচার করে চিকিৎসা শুরু হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আজ সন্ধেয় মতি সাহেবের দেহ গ্রামে ফেরি আসার কথা।
এদিন পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষদের এভাবেই খুন করা হচ্ছে। যদিও মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে গেরুয়া শিবির। বিজেপির তরফে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে কাজ না থাকায় বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। যদি এই মৃত্যুর সঙ্গে খুনের অভিযোগ থাকে, তবে নিশ্চিতভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments