চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কৃষ্ণেন্দু-কার্তিক
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। তাঁকে শপথবাক্য পাঠ করান সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো। নব নিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানান মন্ত্রী সাবিমা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ তৃণমূলের অন্যান্য বিধায়করা।
আজ দুপুরে ইংরেজবাজার পুরসভার কনফারেন্স হলে ২৯টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক। এরপর চেয়ারম্যান পদের জন্য তৃণমূলের পক্ষ থেকে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও বিজেপির পক্ষ থেকে অম্লান ভাদুরির নাম প্রস্তাবিত করা হয়। গোপন ভাবে নয় প্রকাশ্য সভায় হাত তুলে কাউন্সিলররা চেয়ারম্যান নির্বাচনের জন্য মত দেন। ২৬-৩ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণেন্দুবাবু। এদিকে পুরসভার বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃষ্ণেন্দুবাবুর অনুগামীরা। শব্দবাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা যায় অনুগামীদের।
কৃষ্ণেন্দুবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তিনি এই পুরসভার উন্নয়ন করবেন। সবে দায়িত্ব নিয়েছেন পুর এলাকার বিভিন্ন পরিসেবা খতিয়ে দেখে কাজ শুরু করবেন।
অন্যদিকে, বিকেলে পুরাতন মালদা পুরসভাতেও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক। কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কার্তিক ঘোষ।
[ আরও খবরঃ রেললাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ব্যক্তি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios