top of page

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলা সম্মেলন কেপিপিইউ-র

আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড (কেপিপিইউ)। বুধবার বামনগোলা ব্লকের পাকুয়াহাটের কমিউনিটি হলে ২৬তম জেলা সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গ। নির্বাচনকে সামনে রেখে ঘোষণা করা হয় নতুন কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিপি (ইউ) কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বর্মন সহ জেলা ও ব্লক নেতৃত্ব।


সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল রায় বলেন, পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষা হচ্ছে আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নেবে কেপিপি (ইউ)। পাশাপশি আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সাতটি জেলাতেই আমাদের দলের প্রার্থীরা প্রতিনিধিত্ব করবেন। মূলত দলকে শক্তিশালী করতেই এদিনের ওই সম্মেলন। দলকে মজবুত করতে ব্লক সভাপতি ও এক জন পর্যবেক্ষক সহ জেলায় মোট ১৪ জনকে নতুন করে সংগঠনের দায়িত্ত্ব দেওয়া হয়েছে। কমিটিতে যুবক-যুবতিদের সামনের সারিতে নিয়ে আসা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page