প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন, বিতর্কে খগেন
top of page

প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন, বিতর্কে খগেন

নির্বাচনের আগে বিতর্কে বিদায়ী সাংসদ তথা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। প্রচারে বেড়িয়ে খগেনবাবুর মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি সহ সেই পোস্ট করা হয়। যাকে নিয়ে এত শোরগোল সেই তরুণী দাবি করেছেন, বয়জেষ্ঠ্য হিসেবেই খগেনবাবু তাকে আদর করেছিলেন, এনিয়ে এমনই হইচইয়ের কিছু নেই।


গতকাল চাঁচলের বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন খগেন মুর্মু। সেই সময় একাধিক মানুষকে জড়িয়ে ধরে, বাচ্চাদের আদর করে সংযোগ করেছেন তিনি। আজ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করে রাজ্য তৃণমূল। সেই ছবিতে খগেনবাবুকে মহিলার গায়ে হাত দিতে ও এক তরুণীর গালে চুমু খেতে দেখা যাচ্ছে। সকাল থেকে এনিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।



এই ঘটনা নিয়ে ওই তরুণীর পাশাপাশি তাঁর অভিভাবকরাও তৃণমূলের সমালোচনা করেছেন। নার্সিংয়ে পাঠরত ওই তরুণী জানান, “একজন বাবা বা জ্যেঠুর বয়সী মানুষ যদি আমাকে আদর করে, মা বলে চুমু খায়, তাতে সমস্যাটা কোথায়? ঘটনার সময় আমার একপাশে বাবা, অন্যপাশে মা দাঁড়িয়ে ছিল৷ তাদের সামনেই গোটা ঘটনা ঘটেছে৷ যারা এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন? তাদের বাড়িতেও তো নিশ্চয়ই মেয়ে আছে৷ তারা এমনটা কেন করবে?”


খগেনবাবু জানান, এটা তৃণমূলের সংস্কৃতি। ওরা সামাজিকতাকে এভাবে দেখে। মেয়েদের নিয়ে এধরণের চিন্তাধারায় ওদের মাথায় আসে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page