top of page

চাঁচলে নাবালিকা অপহরণের দায়ে গ্রেফতার ভিনরাজ্যের যুবক

চাঁচলে এক নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেফতার হল উত্তরপ্রদেশের এক যুবক। উত্তরপ্রদেশের মাহবা এলাকা থেকে বিনোদকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে চাঁচল থানার পুলিশ। বুধবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।



ধৃত যুবকের নাম বিনোদ গুপ্তা, বয়স ২০। জানা গিয়েছে, ওই নাবালিকা ও তার পরিবারের সদস্যরা কর্মসূত্রে উত্তরপ্রদেশে বসবাস করত। সেখানেই বিনোদের সঙ্গে তাদের পরিচয় হয়। দিনে দিনে বেড়ে ওঠে ঘনিষ্ঠতা। পরে ওই পরিবার চাঁচলে ফিরে এলে বিনোদ তাঁদের সঙ্গে দেখা করতে চাঁচলে আসে। চাঁচলে এসে বিনোদ ওই নাবালিকাকে অপহরণ করে উত্তরপ্রদেশে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

সমস্ত ঘটনা চাঁচল থানায় জানিয়ে লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবারের সদস্যরা। এরপর চাঁচল থানার পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিয়ে বিনোদের বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এদিন ওই নাবালিকাকে আদালতে তোলার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page