প্রকাশ্য দিবালোকে ব্যক্তিকে অপহরণ, চাঞ্চল্য চাঁচলে
প্রকাশ্য দিবালোকে গাড়িতে তুলে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ চাঁচলের রানিকামাত এলাকায়। এই ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ব্যক্তির স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
অপহৃত ব্যক্তির নাম প্রকাশ দাস (৪৫)। বাড়ি চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামে। তাঁর স্ত্রী বিজয়া দাস চাঁচলের রামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অসুস্থ থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দিতে যাচ্ছিলেন প্রকাশবাবু। রানিকামাত বাইপাস সংলগ্ন এলাকায় একটি গাড়িতে কয়েকজন দুষ্কৃতী এসে প্রকাশবাবুকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় দুই ব্যক্তির নামে অভিযোগ জানিয়েছেন প্রকাশবাবুর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা মাঠে কাজ করছিলেন। সেই সময় একটি গাড়ি করে চার-পাঁচ জন দুষ্কৃতী এসে এক ব্যক্তিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। খবর পেয়ে এই ব্যক্তির স্ত্রী ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। সম্ভবত তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments