top of page

লোকেশন ট্র্যাক করে উদ্ধার অপহৃত রেশন ডিলার

মোবাইলের লোকেশন ট্র্যাক করে অপহৃত রেশন ডিলারকে উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে অপহৃতের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


জানা গিয়েছে, গত শনিবার ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকার বাসিন্দা অমিত চৌধুরিকে ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর এলাকায় ফাঁকা জায়গা থেকে অপহরণ করা হয়। চন্ডীপুরে রেশন দোকান রয়েছে অমিত চৌধুরির। দোকানের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ৪ জন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে।


ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সোমবার বিকেলে হামিদপুর চর থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে। ২৫ লক্ষ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল বলে দাবি পুলিশের। অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page