top of page

২৭ দিন পর কলকাতা থেকে উদ্ধার অপহৃত নাবালিকা

অপহরণের ২৭ দিন পর কলকাতা থেকে নাবালিকাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবককে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা আফতাব আলি (১৮) কুশিদা এলাকার এক নাবালিকাকে (১৬) অপহরণ করে পালিয়ে যায়। এরপরেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ২৭ দিন পর আফতাবের মোবাইলের লোকেশনের সূত্র ধরে কলকাতা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় আফতাবকে। ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। আফতাবকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।


Kidnapped-minor-rescued-from-Kolkata-after-28-days
আফতাবের মোবাইলের লোকেশনের সূত্র ধরে কলকাতা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ

যদিও আফতাবের দাবি, ওই নাবালিকার সঙ্গে তার দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা অন্য ছেলের সঙ্গে ঠিক করলে, সে তার কাছে চলে এসেছিল। পুলিশের ভয়ে তারা কলকাতা পালিয়ে যায়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page